নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন স্বাভাবিক হতে এখনও ঢেড় দেরি রয়েছে। এই পরিস্থিতিতে একটি সংস্থা এবং মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় জেলার কর্তব্যরত পুলিশের জন্য প্রায় ৪ হাজার স্বাস্থ্যপানীয় তুলে দেওয়া হল জেলা পুলিশ সুপারের হাতে।
সোমবার দুপুরে পুলিশ সুপার অলোক রাজোরিয়ার হাতে স্বাস্থ্য পানীয় তুলে দেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার থেকে চালু হল নয়াদিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস
এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ‘করোনা মোকাবিলায় জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশের স্বাস্থ্যের কথা ভেবে বণিকসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, ‘যে পরিস্থিতিতে কাজ করে চলেছেন পুলিশকর্মীরা তাতে তাদের স্বাস্থ্যের কথা ভেবে পুলিশ সুপারের হাতে প্রায় ৪ হাজার স্বাস্থ্যপানীয় তুলে দেওয়া হল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584