নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। যার ফলে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে। তা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের এক ক্ষুদ্র ব্যবসায়ী শঙ্কর রানা স্থানীয় যুবকদের সহযোগিতায় এলাকার প্রায় ৫০০ দরিদ্র পরিবারের হাতে রবিবার বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
তিনি বলেন আমার দোকান বন্ধ রয়েছে, অসহায় পরিবার গুলির দিকে তাকিয়ে আমি আমার ক্ষমতা অনুযায়ী দরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে সাহায্য করেছি। তিনি সর্বস্তরের মানুষকে অসহায় দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান।
আরও পড়ুনঃ গুজবের জেরে বন্ধ রাস্তা লকডাউনের অজুহাত, মুখে কুলুপ প্রশাসনের
সেই সঙ্গে তিনি বলেন আমি চেষ্টা করছি আগামী কয়েকদিন এভাবেই দরিদ্র মানুষের পাশে আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেব । চন্দ্রকোনা রোডের দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা শংকর বাবুর হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584