সুদীপ পাল,বর্ধমানঃ
দেড় ভরি ওজনের সোনার হার ফেরালেন ব্যবসায়ী।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি বাজারে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী সুশান্ত সেন দোকানের সামনে রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তিনি সেটি কুড়িয়ে এনে,দোকানের ভিতর খুলে দেখেন তাতে রয়েছে সোনার হার এবং প্রচুর নথিপত্র। সঙ্গে সঙ্গেই তিনি ব্যাগের মালিকের খোঁজ করতে শুরু করেন।
এদিকে গলসির জাগুলি পাড়ার বাসিন্দা সেখ জাকির হোসেন ব্যাগ হারিয়ে তখন হতভম্বের অবস্থা। অবশেষে সুশান্তবাবুকে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগ ফিরে পান জাকিরবাবু।পেশায় কৃষক জাকির হোসেনের বক্তব্য থেকে জানা যায়,এখন ধান কাটার সময় বলে প্রচুর শ্রমিক কাজ করছে তাঁর অধীনে।তাদের নিয়মিত মাইনে দেবার জন্যই তিনি সোনার হারটি দিয়ে গোল্ড লোন নেবেন বলে উপযুক্ত নথি নিয়ে এসেছিলেন। কিন্তু আচমকা ব্যাগটি হারিয়ে যাওয়ায় তিনি কি করবেন আর বুঝে উঠতে পারছিলেন না। সোনার হার পেয়ে খুশি জাকিরবাবু।গলসি বাজারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই কুর্নিশ করছে সুশান্তবাবুকে।সোনার হার দেখেও যে সোনা হাতিয়ে নেবার কথা সুশান্তবাবু ভাবেনি এই সততা সবাইকে মুগ্ধ করছে।যদিও সুশান্তবাবু নিস্পৃহ ভঙ্গিতেই বলছেন, মালিককে ব্যাগ ফিরিয়ে দিতে পেরে আমি নিশ্চিন্ত বোধ করছি।
আরও পড়ুনঃ ডোকরার টানে মস্কোর শিক্ষিকা দ্বারিয়াপুরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584