নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
লোকসভা নির্বাচনের পর উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রে।
ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে।শুক্রবার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী রেজিনা মুর্মু। আগামী ১৯ মে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেন রেজিনা মুর্মু।
এই বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের বিধায়ক ছিলেন খবগন মুর্মু।দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি উত্তর মালদা কেন্দ্রে বিজেপি দলের হয়ে লোকসভার প্রার্থী হন।সেই কারণে ১৯ মে হবিপুর বিধানসভা কেন্দ্রে উপ- নির্বাচন ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার
গণনা হবে ২৩ মে।তাই লোকসভার পর এবার বিধানসভার উপ-নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে হবিবপুর বিধানসভা কেন্দ্রে।প্রতিটি দল ইতিমধ্যে প্রচার শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584