রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের গণনা শুরু, মঙ্গলবারই ফল ঘোষণা

0
55

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আজ, মঙ্গলবার রাজ্যের চার বিধানসভাকেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগণনা। শনিবার খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপনির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা ও শান্তিপুরে জয়ী হয়েছিলেন বিজেপির দুই সাংসদ। পরবর্তীতে সাংসদ পদ থেকে ইস্তফা দেন তাঁরা। এদিকে, খড়দহ ও গোসাবায় বিধায়কদের মৃত্যুর কারণে উপনির্বাচন হয়।

Election rights

একুশের নির্বাচনে উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু তাৌর মৃত্যুর পর শূণ্য হয়ে যায় বিধায়ক পদ। সেই কারণে উপনির্বাচন হয় ওই কেন্দ্রে। এবার খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়ছেন বাম প্রার্থী দেবজ্যতি দাস। এই আসনে বিজেপি প্রার্থী করেছে জয় সাহা-কে। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন উদয়ন গুহ-কে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন আশক মণ্ডল। এই আসনে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নেতা আব্দুর রউফ। শান্তিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ব্রজকিশোর গোস্বামী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে নিরঞ্জন বিশ্বাস-কে। এই কেন্দ্রে বাম প্রার্থী সৌমেন মাহাত। গোসাবা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন সুব্রত মণ্ডল। এই আসনে বিজেপি প্রার্থী করেছে পলাশ রাহা-কে। গোসাবা কেন্দ্রে বাম প্রার্থী হয়েছেন আরএসপি থেকে অনিল চন্দ্র মণ্ডল।

আরও পড়ুনঃ সামনেই বিধানসভা নির্বাচন, পাঞ্জাবে ইউনিট পিছু বিদ্যুতের মাশুল কমল তিন টাকা

রাজ্যের চার আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ, মঙ্গলবার। শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। খড়দহে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৯৬৫৪ টি ভোট। দিনহাটায় ষষ্ঠ রাউন্ডের শেষে ৪৬,৯২৯ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শান্তিপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ৬,৯৯৩ টি ভোট। পঞ্চম রাউন্ডের শেষে গোসাবায় ৫১,৭৭৩ টি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here