সুদীপ পাল,বর্ধমানঃ
ঝাড়গ্রামের বৈঠক থেকে যে বার্তা দেওয়া তিনি শুরু করেছিলেন,দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে সে সম্পর্কে ফের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সাফ নির্দেশ, বেআইনি সব খাদান বন্ধ করতে হবে। প্রসঙ্গত দুই বর্ধমানের অজয় এবং দামোদরের চর থেকে বালি পাচারের অভিযোগ যেমন ওঠে,তেমনি ওঠে আসানসোল রাণীগঞ্জের খনি অঞ্চল থেকে অবৈধ কয়লা কারবারের অভিযোগ।প্রশ্ন তুললেন, বালি ঘাটের নিলাম কেন হচ্ছে না? তাঁর মন্তব্য, পুলিশ প্রশাসন শক্ত হলে এই ধরনের বাঁদরামো বন্ধ হয়ে যাবে।
বালি ঘাটের নিলাম না হওয়ার ফলে সরকার যেরকম রাজস্ব পাচ্ছে না অন্যদিকে বেআইনি কাজ করে এক গোষ্ঠী করে খাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।সভায় উপস্থিত থাকা পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং আসানসোল দুর্গাপুর এর পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মিনাকে তিনি নির্দেশ দেন, এই সমস্ত বেআইনি ব্যাপারগুলিতে যদি কোন আইসি মদত দেয়, তাহলে তাকে বদল করতে হবে।তিনি বলেন যে,নিয়মিত প্রক্রিয়া চালানো হয় না।যখন প্রশাসনিক তরফ থেকে বলা হয়,তখন কিছুদিনের জন্য কাজ হয়।পরে ফের গাফিলতি শুরু হয়।যদিও পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, লাগাতার অভিযানের ফলে নব্বই শতাংশ বালি পাচার বন্ধ হয়েছে এবং জরিমানাও আদায় হয়েছে।
আরও পড়ুনঃ এলপিজি গ্যাস সিলিন্ডারে চলছে মারুতি গাড়ি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584