নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ
ওরা চায়ের দোকানে একসাথে বসে আড্ডা মারত, খবরের কাগজ পড়ে রাজনৈতিক সমালোচনা করত, হয়তো তাদের মধ্যে অনেকে ভোটই দিতে যেতনা। কারণ হিসাবে তাদের দাবি রাজনৈতিক ময়দান এখন কলুষিত, নোংরা রাজনীতিতে ভরা।তারা কেউ বা শিক্ষক, কেউ বা শিল্পী, কেউ বা বেকার, কেউ বা ছোট কোম্পানিতে কাজ করে- এককথায় খুব অভিজ্ঞদের দলে তাদের ফেলা যায়না।তাদের আরো দাবি সেই চায়ের দোকানের আড্ডার সঙ্গীদের নিয়ে যে একসময় তাদের পথে নামতে হবে, সেটা তারা স্বপ্নেও ভাবেনি।
কিন্তু তারাই আজ পথে নেমেছে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন, নাগরিক পঞ্জি ও এনপিআর’এর প্রতিবাদে, সাম্প্রদায়িক বিষাক্ত পরিবেশের বিরুদ্ধে। অলোকেশ, নাজমুল, অর্কপ্রভ, মামুদ , মাসুদরা, আসিকুলরা আজ বছরের প্রথমদিন কোন পিকনিক না করে আজকে তাদের প্রতিবাদ কর্মসূচি হিসেবে বেছে নিয়েছিল আঁকা, লেখা ও গান গাওয়াকে। তারা বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী প্রতিক্ষালয়ে মনের ক্ষোভ আঁকাবাঁকা হরফে লিখে পোস্টার করে টাঙিয়ে দিল। অর্কপ্রভ গাইল গান। পেশাদার রাজনৈতিক বক্তব্য নয় মনের উপলব্ধি অপরকে জানানোর তাড়ানা থেকেই কিছু মাইক ধরে কিছু কথা বলল আসিকুল। নিজেদের পকেটের টাকা দিয়ে ছাপানো হ্যান্ডবিল পথ চলতি মানুষের বিলি করল।গু যুবকের এই উদ্যোগে সাড়া পড়ে যায় বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায়।
এই যুবক বৃন্দের মধ্যে নাজমুল হক নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান,” সিএএ, এনপিআর ও এনআরসির মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করে ভীত সন্ত্রস্ত করে রাখা হচ্ছে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। দেশের মূল সমস্যা থেকে মানুষকে সরিয়ে রাখা হচ্ছে এবং মানুষকে অসাংবিধানিক ভাবে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584