সিএএ আইনের জন্য দেশ মোদিকে ধন্য ধন্য করছে, মত শর্বরীর

0
37

মনিরুল হক, কোচবিহারঃ

সিএএ-র সমর্থনে মানুষের দরজায় দরজায় পৌঁছাবার পরিকল্পনা বাস্তবায়িত করতে কোচবিহার জেলার দিনহাটা শহরে সোমবার প্রচারে নামে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব।

caa support procession of bjp members | newsfront.co
প্রচারে বেড়িয়ে শর্বরী মুখার্জী। নিজস্ব চিত্র

এইদিন শহরের ৯ নং ওয়ার্ডের যৌন কর্মীদের ঘরে গিয়েও প্রচার চালায় বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেত্রী শর্বরী মুখার্জী।এদিন তার সাথে ছিলেন দলের দিনহাটা শহরের যুব মোর্চার সভাপতি মুন্না সাউ, দলের স্থানীয় নেতা সুদেব কর্মকার সহ একাধিক নেতা নেত্রী।

এইদিন সিএএ-র পক্ষে ঘরে ঘরে প্রচার চালাতে গিয়ে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখার্জী বলেন, গোটা দেশের মানুষকে সম্মান জানাতে মোদী সরকার এই আইন তৈরি করেছে গোটা দেশ তাই আমাদের দেশের প্রধান মন্ত্রীকে ধন্য ধন্য করছেন।

caa support procession of bjp members | newsfront.co
দুয়ারে দুয়ারে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত দিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচির উদ্বোধন

অথচ এরাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ-র বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছেন গোটা বাংলায়। উদ্বাস্তু ও বাস্তু হারাদের নিয়ে যে সিপিএম একদিন প্রাণপাত করত, সেই ‘সর্বহারাদের দল’ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েছেন।
তাই আমরা রাজ্যের সাধারন মানুষের ঘরে ঘরে পৌঁছে সিএএ-র উদ্দ্যেশ্য বিশ্লেষণ করতে পথে নেমেছি।

আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে সিএএ-র সমর্থনে প্রচার চালাবা। এই আইন যে মানুষকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে।

এই আইন নিয়ে মানুষ যাতে অযথা ভীত না হয় সেটা বোঝাতে রাজ্যের প্রান্তিক এলাকাতেও পৌঁছাবার পরিকল্পনা রয়েছে দলের। এই লক্ষ্যেই দিনহাটার এই প্রচার অভিযান বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here