সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা নিয়মিত করছে।
তৃণমূলের এই বিরোধিতা বিজেপি যাতে ব্যাকফুটে চলে না যায় সেজন্য এবার প্রচারে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে একের পর এক কর্মসূচি অংশগ্রহণ করছেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা-নেত্রীদের এই কর্মসূচি করা নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।
পূর্ব বর্ধমান জেলায় নাগরিকত্ব ইস্যুতে গত ১৫ ডিসেম্বর প্রতিটি ব্লক ও প্রতিটি পুরসভা শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৃণমূল।
পরবর্তীতে তাদের আরও কর্মসূচি রয়েছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে বর্ধমান জেলায় নাগরিকত্ব ইস্যুতে কিছুটা পিছিয়ে বিজেপি।
আরও পড়ুনঃ ‘খুনি’ মাকে বেকসুর মুক্তি দিল সুপ্রিম কোর্ট
যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, প্রশাসন বিজেপির মিটিং মিছিলে অনুমতি দিতে গড়িমসি করছে। তাই মিছিল না করে এবার প্রতিটি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ নন্দী বলেন, এনআরসি নিয়ে তৃণমূল অপপ্রচার করছে। ভুল বোঝাচ্ছে মানুষকে। এই আইনের পক্ষে এবার বিজেপির বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584