শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সিএএ’র সমর্থনে জেলা বিজেপির তরফ থেকে একটি অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়।
এই মিছিলে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটিতে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং বিজেপি নেতা তথা অভিনেতা সুমন ব্যানার্জি।
আরও পড়ুনঃ বনকর্মীদের ছোঁড়া গুলিতে মানসিক ভারসাম্যহীন বন বস্তিবাসীর মৃত্যু ঘিরে উত্তেজনা
আজ দুপুরে বিজেপির রংপুরে অবস্থিত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয় আজ দক্ষিণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবন থানা মোড়ের ১৪৪ ধারা জারি করা হয়েছিল সেই ১৪৪ ধারা ভঙ্গ করে আজ বিজেপির মিছিল থানা মোড়ে এসে জমায়েত হয় এবং জমায়েত শেষে একটি ছোট সমাবেশের আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যকর্তা সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা সায়ন্তন বসু সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584