এসি চালাতে বলায় অ্যাপ ক্যাবেই গৃহবধূর শ্লীলতাহানি! গ্রেফতার চালক

0
96

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অ্যাপ ক্যাবে উঠে যে এরকম অভিজ্ঞতা হবে, তা ভাবতেও পারেননি সেলিমপুর লেনের বাসিন্দা গৃহবধূ। স্বামীর সামনেই অ্যাপ ক্যাবে শ্লীলতাহানির শিকার হতে হল তাকে। যদিও এক ট্রাফিক সার্জেন্টের সহযোগিতায় শেষ পর্যন্ত অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক রাজ সাউকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার ফোন ও গাড়ি।

Garfa Police station | newsfront.co
ফাইল চিত্র

বচসার সূত্রপাত সামান্য এক এসি চালানোকে ঘিরে। রবিবার রাতে বেহালা বাপের বাড়ি থেকে সেলিমপুরের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ওই অ্যাপ ক্যাব বুক করেন ওই গৃহবধূ ও তার স্বামী। গাড়িতে উঠে দমবন্ধ বোধ হওয়ায় ওই গৃহবধূ কিছুক্ষণ বাদে ওই অ্যাপ ক্যাব চালককে গাড়ির মধ্যে থাকা এসি চালিয়ে দিতে অনুরোধ করেন।

APP cab | newsfront.co
বাজেয়াপ্ত করা গাড়ি। নিজস্ব চিত্র

কিন্তু অভিযোগ, চালক কিছুতেই এসি চালাতে রাজি হননি। উলটে তিনি তাদের সঙ্গে তর্ক জুড়ে দেন। তারা মধ্যে নিজে থেকে উবের হেল্পলাইনে ফোন করেন। সেখান থেকেও যাত্রীর ইচ্ছাকেই প্রাধান্য দিতে বলা হয়। তারপরেও ওই চালক কোনও কথাই শুনতে রাজি হননি।

আরও পড়ুনঃ শুভেন্দু-সহ ৪ তৃণমূল নেতাকে মঙ্গলবারের মধ্যে সম্পত্তি তথ্য পেশের নির্দেশ ইডির

অভিযোগ, এর মধ্যে মোবাইল বের করে এই দম্পতির ভিডিও করার চেষ্টা করেন। তরুণীর হাতে ও গলায় থাপ্পড় মারেন। গাড়ি থামিয়ে স্থানীয় যুবকদের ডাকাডাকি শুরু করেন। নির্যাতিতা ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে সুযোগ বুঝে তাঁর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ।

এদিকে এভাবে তারাতলা থেকে যাদবপুর চলার পর আতঙ্কিত গৃহবধূর চিৎকারে যাদবপুরে এক ট্রাফিক সার্জেন্ট গাড়ি থামান। তাঁর সহযোগিতায় ওই দম্পতি গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত রাজ সাউকে গ্রেফতার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here