নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দেশের মাঠে প্রথম টুর্নামেন্টে দ্বিতীয় ডিভিশন আই লিগ করে সারা দেশে দৃষ্টান্ত তৈরী করেছে বাংলার আইএফএ।
জৈব সুরক্ষা বলয়ে কীভাবে দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচ আয়োজন করছে আইএফএ, তাই নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে চালু করতে আইএফএ-র সাহায্য নিচ্ছে সিএবি।
সেই ব্যবস্থা দেখতে যুবভারতীতে মহামেডান-বেঙ্গালুরু ইউনাইটেড ম্যাচে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ শীর্ষকর্তারা। ঘরোয়া ক্রিকেট চালু করতে আইএফএ-র পরামর্শ নিচ্ছে সিএবি।
আরও পড়ুনঃ লাল হলুদ জার্সি চাইলেই পরতে পারবেন না ফুটবলাররা
আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় জানান, ‘বাংলার খেলাধুলার স্বার্থে আইএফএ সবসময় রয়েছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’
এদিকে সিএবি সভাপতি বলছেন,’ আইএফএ একটা দৃষ্টান্ত তৈরি করেছে সারা ভারতে বায়ো বলয় ভিত্তিক প্রথম টুর্নামেন্টে করে তাই আমরা আইএফএ’র পরামর্শ নিচ্ছিl’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584