অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কলকাতা নাইট রাইডার্স থেকে আইপিএলে অভিষেক হয় বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসানের। নিজের ভাষার শহর কলকাতার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন সাকিব। দুইবার কলকাতাকে আইপিএল জেতাতেও বড় ভূমিকা নেন।
এরপর কিছুদিনের জন্য ছন্দপতন মাঝের কয়েকটা বছর কলকাতা তাকে ছেড়ে দেয় আর তিনি যাওয়ার পরেই নাইটদের খারাপ পারফরমেন্স শুরু। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেন নি। এবার তাঁকে ৩.২ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
কেকেআরের ভালো মানের অলরাউন্ডার প্রয়োজন ছিল। ফলে সাকিবের জন্য যে নাইটরা ঝাঁপাবেন, তা আগে থেকেই স্পষ্ট ছিল। সেইমতো বৃহস্পতিবার নিলামে সাকিবের নাম উঠতেই বাংলাদেশের তারকার জন্য বিড করা হয়। দু’কোটি টাকা বেস প্রাইসে শুরুর পর পঞ্জাব কিংসও সাকিবের জন্য ঝাঁপায়।
আরও পড়ুনঃ বাকি দুই টেস্টে নেই শামি ও সাইনি
যদিও শেষ হাসি হাসে কেকেআর। ৩.২ কোটি টাকায় প্রাক্তন নাইটকে দলে নেয় শাহরুখ খানের দল। তাতে রীতিমতো উচ্ছ্বসিত নাইট ব্রিগেড। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘সাকিব আসছেন কলকাতায় !’ সঙ্গে লেখা হয়, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’
আরও পড়ুনঃ টেস্ট ক্রিকেটকে বিদায় দু’প্লেসির
২০১১ সালে কেকেআরের জার্সি গায়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন সাকিব। তারপর কলকাতায় সাতটা মরশুম কাটিয়েছিলেন। ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ২০১৮ সালে তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর। নিলামে তাঁকে কিনে নিয়েছিল সানরাইজার্স। সেই সংক্ষিপ্ত বিচ্ছেদের পর আবারও কেকেআরে ফিরলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584