নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
নাগরিক সংশোধনী বিল জোরপূর্বক পাস করিয়ে ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজনের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিলের প্রতিবাদে অনুলিপি আগুনে পুড়িয়ে প্রতিবাদে সরব হল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন সারা ভারত যুবলীগ। যুব লীগের পক্ষ থেকে শনিবার বিকালে দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে নাগরিক সংশোধনী বিল এর অনুলিপি পোড়ানো হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, যুবলীগের দিনহাটা মহকুমা কমিটির রৌশন হাবিব, জয়ন্ত দাস , ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, অমিত মিত্র যুব সংগঠনের প্রমুখ। উল্লেখ্য এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে।
যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল-এর মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজনের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ও রাজ্যসভায় ক্ষমতার দাম্ভিকতার মধ্য দিয়ে অহংকারের মধ্য দিয়ে জোরপূর্বক সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়ে নেন। ১৯৫৬ সালের সিটিজেন অ্যাক্ট-কে পরিবর্তন করে ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে সিটিজেন অ্যাক্ট নতুন করে আইন পাস করিয়ে নেন এবং রাষ্ট্রপতি সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে সই করেন। যা ভারতের সংবিধান বিরোধী।
আরও পড়ুনঃঅবৈধ দখলদারি রুখতে নির্দেশ পর্যটন মন্ত্রীর
ভারতের সংবিধানের যে ধারা আছে যে ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে কেন্দ্রে বিজেপি সরকার খর্ব করেছে। এরই প্রতিবাদে এদিন তারা বিলের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদে সরব হন। আগামীতে আন্দোলনকে গোটা রাজ্য জুড়ে দুর্বার করে তোলা হবে বলেও আব্দুর রউফ জানান। এই বিল বাতিলের দাবিতে তারা আন্দোলনকে দুর্বার করে গোটা রাজ্যে ছড়িয়ে দেবেন। যুবলীগ-এর রাজ্য সম্পাদক বলেন কেন্দ্রের এই সরকার সাধারণ মানুষকে নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584