মন্ত্রীপরিষদ গঠন সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ে

0
164

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Cabinet formation at Singhai Primary School
নব নির্বাচিত মন্ত্রীরা।নিজস্ব চিত্র

গতকাল (৯ জানুয়ারি) দাসপুরের সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সাল শিক্ষাবর্ষের মন্ত্রী পরিষদ গঠিত হল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই হাত তুলে সমর্থন জানিয়ে বিভিন্ন বিভাগের মন্ত্রী নির্বাচন করল৷এমনকি ঘটাকরে নব নির্বাচিত মন্ত্রীদের শপথ বাক্যও পাঠ করানো হল৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতি জানান,শুধুমাত্র তাঁর বিদ্যালয় নয় রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়েই এই ব্যবস্থা আছে।মন্ত্রীপরিষদে একজন প্রধানমন্ত্রী থাকে যার কাজ অন্যান্যদের পরিচালনা করা।অন্যান্য মন্ত্রীদের বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও সার্বিক দেখভালের জন্য নির্বাচন করা হয়। এদের মেয়াদ এক বছর হয়।এই কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কাজ কর্ম সম্বন্ধে সচেতন হয়। পাশাপাশি মন্ত্রী বা প্রধানমন্ত্রীর প্রাথমিক ধারনা লাভ করে।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে ষোলো দলীয় দিবারাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here