নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুরুসত্তমপুরে সম্প্রতি কেবল ব্রডব্যান্ড সার্ভিসের শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ।
মূলত প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি কেবল ও ব্রডব্যান্ড সুলভ মূল্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পথ চলা শুরু। জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “এই সময়ে জল বিদ্যুৎ এর মত প্রয়োজনীয় ব্রডব্যান্ড ও কেবল সার্ভিস। মুলত এই করোনা সময়ে স্কুল কলেজ অফিস ও বাড়িতে গৃহবন্দি মানুষের কাছে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে পুজোর গাইড ম্যাপ প্রকাশ
কারণ স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে মানুষজনকে, তাই বাড়িতে থেকে ইন্টারনেটের মাধ্যমে যাতে মানুষ সময় কাটাতে পারেন এবং প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে পড়াশোনার যাতে সুবিধা হয় সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584