ক্যাডবেরি তৈরি হচ্ছে গোমাংস দিয়ে! কী জবাব এল সংস্থার তরফ থেকে?

0
91

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ক্যাডবেরি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে জেলাটিন। সে কথা উল্লেখ করা আছে সংস্থার ওয়েবসাইটে। সম্প্রতি ক্যাডবেরির ওয়েবসাইটের একটি স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে বলা হয়েছিল, কোনও পণ্যে উপাদান হিসাবে জেলাটিন বা শিরিষ-আঠা ব্যবহার করা হলে তার অর্থ, তাতে গোমাংস ব্যবহার করা হয়। এরপরই ক্যাডবেরির চকোলেট বয়কটের ডাকও দেওয়া হয়। ভারতীয় হিন্দুরা গোমাংস দিয়ে তৈরি ক্যাডবেরি কী ভাবে খাবেন? কেনই বা সে জিনিস ভারতে আসবে? এমন সব প্রশ্ন তুলে সংস্থার উপরে অনেকেই রাগ উগরে দেন নেটমাধ্যমে।

Cadbury
প্রতীকী চিত্র

ওয়েবসাইটের সেই অংশের ছবির নীচে এক নেটাগরিক লেখেন, ‘‘আমাদের পূর্ব পুরুষেরা নিজেদের প্রাণ দিয়েছেন, তবু গরুর মাংস মুখে তোলেননি কখনও।’’ এর নীচেই কয়েকশো নেটাগরিকের বক্তব্য জমতে থাকে। এমন কাণ্ডের পরে ব্রিটেনের এই সংস্থার সব খাবার একেবারে বর্জন করা উচিত বলেই বক্তব্য প্রকাশ করেন তাঁরা।

শেষপর্যন্ত বিতর্ক থামাতে আসরে নামে খোদ ক্যাডবেরি। সংস্থার বক্তব্য, যে টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি ভুল এবং বিভ্রান্তিকর। কারণ এর সঙ্গে ভারতের কোনও সম্পর্কই নেই। ভারতে তারা যত পণ্য বিক্রি করে, তাতে গোমাংস বা কোনও মাংসজাতীয় উপাদান থাকে না।

স্ক্রিনশটটি ভাল করে খুঁটিয়ে দেখলেই স্পষ্ট হয়, ওয়েবসাইটটি ক্যাডবেরি অস্ট্রেলিয়ার, ভারতের নয়। ভারতে ক্যাডবেরির পণ্যের গায়ে সবুজ একটি চিহ্ন থাকে। তা বুঝিয়ে দেয় যে সেই ক্যাডবেরিটি নিরামিষ।

আরও পড়ুনঃ মদ্যপান করেই অন্ধকার নামল চোখে, বিষমদ খেয়ে মৃত ১২, গ্রেফতার ১৬

ক্যাডবেরি চকোলেটে সাধারণত থাকে কোকো, চিনি, মিল্ক সলিড, ফ্লেভার। ক্যাডবেরিও বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে তৈরি, বিক্রি হওয়া তাদের সব পণ্য ১০০ শতাংশ নিরামিষ। তাই এই ধরণের বিভ্রান্তিকর কোনো পোস্ট দেখলে তা যাচাই করে নেওয়ার কথাও বলা হয় ক্যাডবেরি সংস্থার তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here