মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর ৩১তম জন্মদিনে একশো কেজির কেক দিয়ে শুভেচ্ছা জানালেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস।
বুধবার কলকাতার কালীঘাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই কেক নিয়ে যান কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক।সেখানে রাজ্যের তরুণ তুর্কি তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জীর ৩১ তম জন্মদিন পালন করা হয়।সেই পার্টি অফিসে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে ওই একশো কেজির কাটা হয়। এদিন যুব নেতার জন্মদিনের ওই পার্টিতে তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, যুবনেতা নারায়ন শর্মা, রফিকুল মিয়াঁ, রেজাউল করিম, নুরুল হুদা,মুর্শিদাবাদের যুব নেতা সৌমিক হোসেন সহ আরও অনেকে।
এদিন ওই জন্মদিন ঘিরে কালীরঘাট পার্টি অফিস চত্বরে যুবনেতাকে শুভেচ্ছা জানাতে প্রচুর কর্মী সমর্থকদের ভীড় জমে। সেখানে উপস্থিত হয়ে যুবনেতা অভিষেক ব্যানার্জী কেক কাটেন এবং সেই কেক সকলকে খাওয়ান। পাশাপাশি মায়ের হাতের পায়েস খেয়ে পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে আশীর্বাদ নেন যুবনেতা।ওই জন্মদিনের অনুষ্ঠানে সুদূর কোচবিহার থেকে একশো কেজির কেক নিয়ে হাজির হন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক।তিনি বলেন, “কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী আমাদের সকলের প্রিয় দাদা।তার ৩১ তম জন্মদিনে আমরা কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ১০০ কেজির কেক নিয়ে এসে শুভেচ্ছা জানালাম।দাদার এই জন্মদিনে আমরা আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584