মোহনা বিশ্বাস, কলকাতাঃ
উচ্চ প্রাথমিকে বেনিয়মের কারণ কী? জানতে চেয়ে আজ, শুক্রবারই হাইকোর্টে তলব করা হল এসএসসি-র চেয়ারম্যানকে। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় আগেই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শুক্রবার ফের সেই মামলার শুনানি হবে। এ দিনই দুপুর ২ টোয় চেয়ারম্যানকে হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন দুই প্রার্থী মৌমিতা মিত্র ও শেখ জামালউদ্দিন। তাঁদের দাবি, তাঁদের থেকে কম নম্বর পাওয়া প্রার্থীরা ইন্টারভিউয়ের তালিকায় জায়গা পেলেও তাঁদের নাম ওই তালিকায় নেই। গত বুধবারই এই মামলা শোনেন সিঙ্গল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এই মামলায় কী রায় হবে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, তা জানা যাবে।
দীর্ঘদিন ধরেই আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর গত ২১ জুন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তলিকা প্রকাশ করে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ শতাংশ পার্শ্বশিক্ষক সংরক্ষণ বাদ দিয়ে মোট ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগ হবে। যদিও সেই নিয়োগ শুরুর আগেই নতুন করে থমকে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে এই মামলায়।
আরও পড়ুনঃ বিধায়কদের হুইপ জারি তৃণমূলের,আজ বিধানসভায় উপস্থিতি আবশ্যিক
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে বেশ কিছু মামলা দায়ের হয়। মামলাকারীরা বেশ কয়েকটি অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ-র তালিকায় তাঁদের জায়গা হয়নি।
আরও পড়ুনঃ কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী
বিষয়ভিত্তিক নম্বরের ক্ষেত্রেও কিছু অভিযোগ রয়েছে, যেমন ভৌতবিজ্ঞানে যে প্রার্থী বেশি নম্বর পেয়েছেন, তিনি ওই বিষয়ের তালিকায় জায়গা পাননি বলেই অভিযোগ। এ ছাড়া, মামলাকারীদের আরও অভিযোগ রয়েছে যে সদ্য স্নাতক হওয়া প্রার্থীও তালিকায় জায়গা পেয়েছেন, অথচ যে পরীক্ষার ভিত্তিতে এই তালিকা প্রকাশ হয়েছে, সেই পরীক্ষা বছর কয়েক আগেই সম্পন্ন হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584