নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এসএসসি-র দুর্নীতি সংক্রান্ত মামলায় নজির বিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায়ের স্থাবর- অস্থাবর যাবতীয় সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে আদালতে। গ্রুপ ডি, গ্রুপ সিএকের পর এক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এসএসসি-র বিরুদ্ধে। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এর আগে শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায়-কে জিজ্ঞাসাবাদও করে। এবার এই মামলায় বেনজির নির্দেশ দিল আদালত। আগামী ৩১ মার্চের মধ্যে শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায়ের যাবতীয় সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বালিগঞ্জ ও আসানসোল দুই উপনির্বাচনে রাজ্যে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
এই মামলায় চার মামলাকারীর আর্জি ছিল, পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে। যোগ্যপ্রার্থীদের কমিশন চাকরি দেয়নি বলেই দাবি মামলাকারীদের। ইনসান আলি নামের এক প্রার্থীর নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে এসএসসি-র বিরুদ্ধে। শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায়ের সুপারিশেই ইনসান আলির নিয়োগ হয়েছিল এবং এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য, এই মামলার শুনানিতে আদালত মন্তব্য করে যে, এটা হিমশৈলের চূড়া মাত্র।
আরও পড়ুনঃ বগটুই হত্যাকাণ্ডে আদালতের নির্দেশ পেয়েই তৎপর সিবিআই
এই মামলার শুনানিতে শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায়-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আদালতে। আদালত যথেষ্ট ভর্ৎসনাও করে তাঁকে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই তাঁর সম্পত্তির হিসেব চাইল আদালত। তাঁর সম্পত্তির হিসেব দেখে আদালত বুঝতে চাইছে, নিয়োগের ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584