নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
বিচার ব্যবস্থায় গতি আনতে দেশের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম চেষ্টা চালাচ্ছে দেশের বিভিন্ন আদালতের বিচারপতিদের শূন্য স্থান পূরণ করার। তার মধ্যে রয়েছে ৮ টি রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, ৫ টি হাইকোর্টের প্রধান বিচারপতির বদলি, এবং ২৮ টি হাইকোর্টের বিচারপতিদের স্থান পরিবর্তন করা।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নামও রয়েছে এই তালিকায়। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন তিনি।এছাড়া আরো ৫ জন প্রধান বিচারপতির বদলির সুপারিশ করেছে কলেজিয়াম । বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশিকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে দীর্ঘ দুবছর ধরে কেন্দ্রের সঙ্গে টানাপড়েন চলছিল , তাতেই আটকে ছিল বিচারপতি কুরেশির স্থায়ী নিয়োগ।
আপাতত যা জানা গিয়েছে, বিচারপতি বিন্দল ছাড়াও দেশের বিভিন্ন হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি ঋতুরাজ আওয়াস্তি, বিচারপতি সতীশচন্দ্র শর্মা, বিচারপতি রঞ্জিত ভি মোরে, বিচারপতি অরবিন্দ কুমার এবং আর ভি মালিমথের নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের কলকাতা, এলাহাবাদ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, মেঘালয়, গুজরাত এবং মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি ঋতুরাজ আওয়াস্তির নাম সুপারিশ করা হযেছে বলে বলে সংবাদ সুত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584