নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অতএব করোনা আবহে বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। পাশাপাশি মেলায় ভিড় নিয়ন্ত্রণ করার কথাও শুক্রবার বলেছে আদালত। মেলায় নজরদারির জন্য রাজ্যের মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। সাগর মেলায় কোভিড বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা সে দিকে নজর রাখবে ঐ কমিটি।
বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে রাজ্য সরকার মেলা হওয়ার পক্ষেই সওয়াল করে। পাশাপাশি এজি জানান, নোনা জলে করোনা ছড়ায় না, সরকার ই-স্নান, ই- দর্শনের ওপর জোর দিচ্ছে। পাশাপাশি কোভিড মোকাবিলায় সরকার কি কি পদক্ষেপ করছে তাও আদালতে জানান তিনি।
মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয় সংক্রমণ এভাবে আটকানো যাবে না। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী শ্ৰীজীব চক্রবর্তী প্রশ্ন তোলেন, ‘‘মাত্র চার জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চলচ্চিত্র উৎসব বাতিল করা হল। তবে গঙ্গাসাগর মেলা হবে কোন যুক্তিতে?’’
আরও পড়ুনঃ পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে ‘মোদি জিন্দাবাদ’ বলতে বাধ্য করলো বিজেপি কর্মীরা, ভাইরাল ভিডিও
এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের তরফ থেকে আদালতে বলা হয়, পাঁচ লক্ষ জমায়েতের ওই মেলা হলে সংক্রমণের আশঙ্কা থাকবে। কোনও ভাবেই ঝুঁকি নেওয়া উচিত নয় সরকারের। এমনকি তাঁরা এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের ব্যবস্থার ওপর আস্থা রেখে শর্ত সাপেক্ষে মেলা হওয়ার অনুমতি দিল হাইকোর্ট।
আরও পড়ুনঃ সংরক্ষণ কেন্দ্রের নির্দেশ অনুযায়ীই হবে, NEET PG ও UG কাউন্সেলিং শুরুর অনুমতি সুপ্রিম কোর্টের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584