সংরক্ষণ কেন্দ্রের নির্দেশ অনুযায়ীই হবে, NEET PG ও UG কাউন্সেলিং শুরুর অনুমতি সুপ্রিম কোর্টের

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সুপ্রিম নির্দেশে কাটলো জট, চলতি বছরের NEET PG ও UG কাউন্সেলিং অনুমতি মিললো অবশেষে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ২৭ শতাংশ ওবিসি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ১০ শতাংশ এই হিসাবেই কাউন্সেলিং শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে আগের মতোই EWS কোটার ক্ষেত্রে বার্ষিক ৮ লক্ষ টাকা আয়ের সীমা মানা হবে এখন। EWS মানদণ্ডের চূড়ান্ত বৈধতার বিচার হবে চলতি বছরের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে।

Supreme court

এর আগে ২৯ জুলাই এক নির্দেশিকা জারি করে কেন্দ্র। তাতে বলা হয়েছিল ১৫% স্নাতক মেডিকেল কোর্সে ২৭% ওবিসি কোটা এবং ১০% EWS কোটা এবং সর্বভারতীয় কোটার অধীনে ৫০% পিজি আসন সংরক্ষিত থাকবে। সেই সংরক্ষণের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত অক্টোবরে মামলা দায়ের হয় এবং এর জেরে নভেম্বরে কাউন্সেলিং স্থগিত হয়ে যায়। এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন রেসিডেন্ট ডাক্তাররা। মামলা চলাকালে আদালতও জানায় প্রতিবাদী ডাক্তারদের দাবী অন্যায্য নয়।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা বন্ধের দাবিতে জনস্বার্থ মামলার রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে, পাণ্ডে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে আদালত। নিট পিজি এবং ইউজি-র জন্য কাউন্সেলিং অফিসের স্মারকলিপিতে প্রদত্ত বিজ্ঞপ্তির সাথে সামঞ্জস্য রেখেই করা হবে। তিনি আরও বলেন, ‘নিট-পিজি এবং ইউজি-এর ক্ষেত্রে EWS সনাক্ত করার জন্য আগের মানদণ্ড ব্যবহার করা হবে।তবে তা হবে পান্ডে কমিটির চূড়ান্ত বৈধতা সাপেক্ষ।

আরও পড়ুনঃ অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত এনপিআর নবীকরণের জন্য সেন্সাসের প্রথম ধাপের কাজ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here