শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বেসরকারি স্কুলগুলির লকডাউনেও অতিরিক্ত ফি নিয়ে আগেই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন অভিভাবকরা। প্রথমে স্কুলগুলিকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বললেও এবার আদালতের রায় গেল অভিভাবকদের পক্ষেই। নন-অ্যাকাডেমিক ফি-সহ ২০ শতাংশ ফি কমানোর নির্দেশ দিল আদালতের ডিভিশন বেঞ্চ।
করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। চলছে অনলাইনে ভার্চুয়াল ক্লাস। কিন্তু স্কুলের ফি যথারীতি একই দিতে হওয়ায় স্কুলের সামনে ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।
এ দিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ফি ২০ % কমাতে হবে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে।
আরও পড়ুনঃ ফ্লিপকার্টের পর উলুবেড়িয়ায় অ্যামাজনের হাব, পুজোর আগে সুখবর মুখ্যমন্ত্রীর
তবে যাঁরা ইতিমধ্যেই ফি জমা দিয়েছেন, তাঁরা তা ফেরত পাবেন না। অনলাইনে পঠনপাঠন হলেও বাসভাড়া, কম্পিউটার, ল্যাব ইত্যাদি নন-অ্যাকাডেমিক ফি নিচ্ছিল স্কুলগুলি। সেগুলি মকুবের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুনঃ সম্প্রীতির বার্তা লাভ জিহাদে উৎসাহ বলে চিহ্নিত! বিজ্ঞাপন প্রত্যাহার করল সংস্থা
অভিভাবকদের আরও সুবিধা দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে হাইকোর্ট। ওই কমিটিতে রয়েছেন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল, মামলাকারীর আইনজীবী ও ব্যারিস্টার তিলক বসু। এদিকে ইতিমধ্যেই শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ায় ৯০ শতাংশ অভিভাবকই স্কুল ফি মিটিয়ে দিয়েছেন। তাই হাইকোর্ট এই রায় দিলেও এতদিন বাদে আদপে তাদের এতে কোনো সাশ্রয় হবে না বলে দাবি অভিভাবকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584