শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের কর্মী নিয়োগের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
এদিন শুনানি চলাকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশন ও মধ্য শিক্ষা পর্ষদকে একাধিক বার তিরস্কার করেন। পর্ষদ আদালতে এদিন হলফনামা জমা দিয়ে জানায় কিভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল, যদিও কমিশন সেই সুপারিশ করেনি বলেই বারবার দাবি করেছিল। আদালতের কাছে যে সমস্ত সফট কপি, পেন ড্রাইভ জমা হয়েছে তারপরও কমিশন কী করে বলছে সুপারিশ করেনি, সে প্রশ্ন ওঠে এজলাসে।
বিচারপতি এদিন বলেন, রাজ্য পুলিশের উপর আস্থা নেই এমনটা নয়। কিন্তু একই সরকারের দুই সংস্থা দুধরণের কথা বলছে- এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। সে কারণেই এই অনুসন্ধানের ভার তিনি সিবিআইকে দিতে চান।
আরও পড়ুনঃ আগামীকাল ফল প্রকাশ মাদ্রাসা সার্ভিস কমিশনের
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “সিবিআই ডিরেক্টরকে এ নিয়ে একটি কমিটি গঠন করার কথা বলব। অন্তত ডিআইজি-এর নিচের কোনও পদমর্যাদার আধিকারিক যেন সেখানে না থাকেন। কমিটি পরিচালনা করবেন জয়েন্ট ডিরেক্টর। কেউ যেন ছাড় না পান। প্রাথমিক রিপোর্ট ২১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584