শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
২০১৯ সালের এসএসসি গ্রুপ ডি এর কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে আগে থেকেই মামলা চলছিল। এক দিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৯ জনের নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি সামনে এনে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেদিনই রাজ্য সরকার হাইকোর্টের উচ্চ কক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন করেন। বুধবার হাইকোর্ট রাজ্যে সরকারের আবেদনকে গ্রহণযোগ্যতা দিয়ে আগামী তিন সপ্তাহ সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ আরোপ করেন। তাই আজ আবার এসএসসি গ্রুপ ডি -এর মামলাটি একক বেঞ্চে উঠে।
আজ বৃহস্পতিবার আদালতের রায়ে আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার সহ স্কুল সার্ভিস কমিশন। আদালত প্রথম দফায় নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেন। তবে আজ আদালত সেই সংখ্যা বাড়িয়ে ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দেন। আজ আদালতে ৫৪২ জনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি পত্র জমা করা হয়। সমস্ত কিছু বিবেচনা করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চ এই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ এসএসসি-র নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই তদন্ত নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের
বিশেষ ভাবে উল্লেখ্য, প্রথম দফায় যখন ২৫ জনের বেতন বন্ধ করা হয় তখন থেকেই মামলাকারীরা বলে আসছিলেন সংখ্যাটি ২৫ নয় ৫০০ এর অধিক হবে। সেই সত্য আজ অনেকাংশে প্রমাণিত হয়ে গেল। তবে বিচারপতি জানিয়েছেন, বেতন বন্ধের প্রক্রিয়াটি সরাসরি হাইকোর্ট করবে না। প্রথমে স্কুল সার্ভিস কমিশন যাবতীয় নথি খতিয়ে দেখানোর পরই বেতন বন্ধের নির্দেশ দেবে আদালত।
আরও পড়ুনঃ ৩০ এপ্রিলের মধ্যে সেরে ফেলা হবে রাজ্যের সব পুরভোট, হাইকোর্টে বললেন রাজ্যের এজি
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। সেদিনও মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তত্ত্বাবধানে একক বেঞ্চে উঠবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584