গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন কমিটি হাইকোর্টের, এবারেও নেই কোন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন করে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু কোভিড বিধি মেনে মেলা হবে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মেলা সংক্রান্ত নতুন কমিটি গঠন করলো হাইকোর্ট। কমিটিতে চেয়ারপার্সন হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সচিব। মেলা সংক্রান্ত যেকোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি।

Calcutta highcourt
নিজস্ব চিত্র

আদালতের নির্দেশে বলা হয়েছে, টিকার জোড়া ডোজ নেওয়া থাকলে এবং তার শংসাপত্র থাকলে তবেই সাগরে যাওয়ার অনুমতি মিলবে। দু’টি টিকা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবকে। এছাড়া, মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে করতে হবে RT-PCR পরীক্ষা, রিপোর্ট নেগেটিভ এলেই গঙ্গাসাগরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে। এই সবকটি শর্ত মানা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি করবে আদালতের গঠন করে দেওয়া কমিটি।

আরও পড়ুনঃ পাঞ্জাবে মোদীর নিরাপত্তা বিভ্রাটের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি

আদালতের নির্দেশ, ‘নোটিফায়েড’ জোন হিসেবে ঘোষণা করতে হবে সম্পূর্ণ সাগর দ্বীপকে। এছাড়া আদালত মেলা সংক্রান্ত যে সমস্ত নির্দেশ বা শর্ত দিয়েছে সেগুলি কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে মুখ্যসচিবকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here