নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত খারিজ, প্রাথমিক ভাবে আদালতে জয়ী আলাপন বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে স্থানান্তর করা যাবে না মামলা নির্দেশ কলকাতা হাইকোর্টের। দিল্লির প্রিন্সিপাল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। ক্যাট সিদ্ধান্ত নিয়েছিল মামলাটি দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার, হাইকোর্টের রায়ে তা সম্ভব হচ্ছে না আপাতত। অবসরকালীন সুযোগ সুবিধা বিষয়ক মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত-র ডিভিশন বেঞ্চের রায়ে কিছুটা স্বস্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায়।
অবসরের ঠিক আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র, সেকথা না মেনে নির্দিষ্ট দিনেই (৩১ মে, ২০২১) অবসর নেন তিনি। এর পরই আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। ওই তদন্ত খারিজের দাবিতে ক্যাট-এর কলকাতা বেঞ্চের দ্বারস্থ হন আলাপন বাবু।
আরও পড়ুনঃ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল করোনা বিধি-নিষেধের মেয়াদ, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
এমনকি অবসরকালীন সুযোগ-সুবিধাও যে তিনি পাচ্ছেন না তাও জানান রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। কিন্তু ২২ অক্টোবর মামলাটি দিল্লিতে স্থানান্তর হয়ে যায়, ক্যাট-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন আলাপন। শুক্রবার কলকাতা হাই কোর্ট ক্যাট-এর শুনানি দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্তকে খারিজ করে দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584