নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করে শিক্ষকতায় নিযুক্ত অন্তত ১৫ হাজার জনের পূর্ণাঙ্গ তালিকা তলব করলো হাইকোর্ট। নিয়োগে অস্বচ্ছতার প্রশ্ন তুলে প্রাথমিক টেট-এর মামলা থেকে সরে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন যারা তাঁদের তালিকা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক টেট-এ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরে যাওয়ায় মামলাটি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের এজলাসে চলবে। তিনি মামলাটিকে বৃহস্পতিবার জনস্বার্থ মামলায় রূপান্তরিত করেছেন। এই মামলাতেই নিয়োগের যাবতীয় তথ্য তলব করেছে আদালত। উল্লেখ্য, ১৫ হাজার সফল পরীক্ষার্থী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতার কোন নথি পাওয়া যায়নি। তাই সব নিযুক্ত প্রার্থীর যাবতীয় তথ্য তলব করেছে হাই কোর্ট।
আরও পড়ুনঃ ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা
অন্যদিকে, রাজ্য জানিয়েছে যে, ওই তালিকা যথেষ্ট দীর্ঘ হবে তাই জমা দিতে কিছুটা সময় লাগবে। তবে হাই কোর্টের তরফে ২২ সেপ্টেম্বরের পর অতিরিক্ত সময় দেওয়ার আরজি খারিজ করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584