উপাচার্যের করা মামলাতেই হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, বহিষ্কৃত ছাত্রদের ক্লাসে ফেরানোর নির্দেশ

0
74

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার বহিষ্কারে স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি পড়ুয়াদের বিক্ষোভ – আন্দোলন বন্ধ করারও নির্দেশ দিয়েছে আদালত। বাসভবনে ঘেরাও থাকাকালীন হাইকোর্টে মামলা দায়ের করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই মামলার শুনানিতেই বুধবার এই নির্দেশ দিয়েছে আদালত।

highcourt

আন্দোলনকারী ছাত্রদের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন ছাত্ররা যদি কোন ভুল করে তাহলে তাঁরা ক্ষমা চাইবেন কিন্তু সে ভুলের কারণে তাঁদের বহিষ্কার করা অত্যন্ত খারাপ আচরণ। এদিনের শুনানির পরে বিচারপতি রাজাশেখর মান্থা তিন ছাত্রের বহিষ্কারে স্থগিতাদেশ জারি করেন ও একই সঙ্গে ছাত্রদের বিক্ষোভ-আন্দোলন প্রত্যাহারেরও নির্দেশ দেন।

উপাচার্য বিরোধী অধ্যাপকদের পক্ষে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী অরুণাভ ঘোষ। যদিও তিন ছাত্রের বহিষ্কারের বিষয়টি নিয়ে উপাচার্যের আইনজীবী বলেন, এটি আদৌ উপাচার্যের একার সিদ্ধান্ত নয় বরং বিশ্ববিদ্যালয়ের একটি কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ উৎসবের আগেই তৃতীয় ঢেউয়ের চোখ রাঙ্গানি মহারাষ্ট্রে, জারি হতে পারে নিষেধাজ্ঞা

সব পক্ষের সওয়াল শুনে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও বিক্ষোভ, আন্দোলন করতে পারবেন না পড়ুয়ারা। প্রশাসন-সহ সকলকে বিষয়টি নিশ্চিত করবে হবে। তিন জন ছাত্রের বহিষ্কার আপাতত স্থগিত থাকল। আন্দোলনরত পড়ুয়ারা যোগ দিতে পারবেন ক্লাসে।“ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here