বকেয়া স্কুল ফি মেটানোর চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

0
68

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বেসরকারি স্কুলগুলির বকেয়া ফি-এর ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফি মকুব করুক স্কুলগুলি, এই দাবিতে বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার রায়ে শুক্রবার একথা জানিয়ে দিলো হাইকোর্ট।

Kolkata Highcourt
ছবি: সংগৃহীত

কলকাতার বেসরকারি স্কুলগুলির পড়ুয়াদের বেশ কয়েকজন অভিভাবক স্কুলগুলির ফি মকুবের দাবিতে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। আবেদনে বলা হয় করোনা পরিস্থিতিতে তাঁদের উপার্জন বন্ধ। অন্যদিকে অনলাইনে ক্লাস হচ্ছে স্কুলে। ফলে স্কুল চালানোর খরচ অনেকটা কমে গিয়েছে। তাই পরিস্থিতি বিবেচনা করে মকুব করা হোক স্কুল ফি। এই আবেদনের ভিত্তিতে আগেই ২৫ শতাংশ ফি মকুব করার নির্দেশ দেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ স্বস্তিতে ফিউচার গ্রুপ, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

শুক্রবার মামলাটির শুনানিতে আদালত নির্দেশ দেয়, স্কুলের মোট ফি-র (মকুব হওয়ার আগে) ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে অভিভাবকদের আর বাকি ২৫ শতাংশ ২ সপ্তাহের মধ্যে মেটাতে হবে। অভিভাবকদের দাবি, অনুযায়ী কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে স্কুলগুলি যেন তা বিস্তারিত জানায় আদালত সেই নির্দেশ দিয়েছে বেসরকারি স্কুলগুলিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here