নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গত ১৫ বছর ধরে যে বর্ধিত বেতন শিক্ষকরা পেয়ে আসছিলেন তা ফেরত চায় স্কুল শিক্ষা দপ্তর। আদালতের দ্বারস্থ হন শিক্ষকরা। সেই মামলায় বর্ধিত বেতন ফেরত চাওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন বর্ধিত বেতনের থেকে কোন টাকা কাটাও যাবে না, সাফ জানিয়েছে আদালত।
স্কুল শিক্ষা দপ্তরের যুক্তি, চাকরি পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণ ডিগ্রি নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এমনটাই নিয়ম। কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেই প্রশিক্ষণ একাধিকবার আটকে গিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের দাবি, এত বছর ধরে যে বেতন বেড়েছে শিক্ষকদের তা আসলে ‘ইনক্রিমেন্ট’ কিন্তু প্রশিক্ষণ না নেওয়ায় তাঁদের ওই ইনক্রিমেন্টের টাকা এখন ফেরত দিতে হবে। অন্যথায় বেতনের সঙ্গে অন্যান্য যাকিছু সুবিধা পান শিক্ষকরা সেখান থেকেই ওই টাকা বাদ দিতে বাধ্য হবে স্কুল শিক্ষা দপ্তর।
আরও পড়ুনঃ বহিষ্কৃত ছাত্রদের এখনো ক্লাসে না ফেরালেও অধ্যাপকের সাসপেনশন একমাস বাড়ালো বিশ্বভারতী
স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশের পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক শিক্ষিকারা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। শুক্রবার শিক্ষকদের আবেদনের শুনানির পর শিক্ষা দফতরের সিদ্ধান্তে অন্তর্বতী স্থগিতাদেশ দেন বিচারপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584