নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সাংহাই র্যাঙ্কিং-এ মেধার বিচারে প্রথম, আর দেশের মধ্যে তৃতীয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ‘নিঃসন্দেহে গর্বের মুহুর্ত’, প্রতিক্রিয়া উপাচার্য সোনালী চক্রবর্তীর। টুইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, গবেষক-সহ সকলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস। সারা পৃথিবীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিকে নিয়েই বাৎসরিক সমীক্ষা চালায় এই সংস্থা। তাদের প্রকাশিত তালিকাটি ‘সাংহাই র্যাঙ্কিং’ নামেই বেশি পরিচিত। সেই তালিকায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
‘সাংহাই র্যাঙ্কিং ২০২০’-তে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে মেধা বিচারে সবার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তালিকায় প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।
আরও পড়ুনঃ বড় বদল CBSE’র নিয়মে, একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে ‘গর্বিত’ উপাচার্য সোনালী চক্রবর্তী। তিনি জানালেন, ‘নিঃসন্দেহের গর্বের মুহুর্ত। অধ্যাপক-অধ্যাপিকাদের গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল। খুবই গর্ব অনুভব করছি। সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাচ্ছি’। তাঁর কথায়, ‘বিশ্বের সুপ্রাচীন একটি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এর অতীত গর্ব করার মতোই, তবে বর্তমানটাও যে খুবই গর্বের সেটাই প্রতিষ্ঠিত হল। জেনে ভালো লাগছে যে, আমরা অতীত ঐতিহ্যকে সামনে রেখে এগিয়ে চলতে পারছি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584