নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মানুষের জীবনে ক্যালেন্ডার এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ আগে পয়লা বৈশাখের জন্য বাঙালি অপেক্ষা করত, হালখাতা করলেই মিলবে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। আজও সেই অপেক্ষা বহাল। তবে, আগে বাঙালি জানতে পারত না কোথায়, কীভাবে, কারা বানাচ্ছে তাদের জন্য মূল্যবান ক্যালেন্ডার।
হাতে পেলেই খুশি৷ আজ ডিজিটাল দুনিয়ায় জানা যাবে না বা জানা নেই বলে কোনও শব্দ নেই। ক্যালেন্ডারও আজকাল জনসমক্ষে আসছে হই হই করে। তারও হচ্ছে প্রচার। তেমনই এক রঙিন, শৈল্পিক ক্যালেন্ডার হাজির ১৪২৮-এ।
বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে ক্যালেন্ডার বানালেন ‘তিলোত্তমা’ ব্র্যান্ড-এর ডিজাইনার অঞ্জন রায়৷ মডেলদের মেক আপ করেছেন অঙ্কিতা দেব নাগ, ফোটোগ্রাফিতে সোমনাথ চক্রবর্তী। ক্যালেন্ডার সৃষ্টিতে ভূমিকা আছে আরও অনেকের।
আরও পড়ুনঃ বর্ষবরণে বিবিয়ানা, আয়োজনে পারমিতা
বৈশাখে প্রিতম দাস, জৈষ্ঠ্যমাসে চৈতালি ঘোষ, অঙ্কিতা ঘোষ, রাহুল মণ্ডল। আষাঢ়ে আবির নাগ, আইভি চক্রবর্তী, চিরস্মিতা গাঙ্গুলি। শ্রাবণে হৃদয় পাল, কোমল কাউর। ভাদ্রে দেবব্রত নায়েক, শুভঙ্কর পাল। আশ্বিনে মৌ রায়। কার্তিকে সৌরভ দাস, অঙ্কিতা দেব নাগ। অগ্রহায়ণে অঞ্জন রায়, সোনিয়া প্রসাদ।পৌষে সোমনাথ চক্রবর্তী। মাঘে আষাঢ় মাসেরই তিনটি খুদে মডেল। ফাল্গুনে মনীষা চক্রবর্তী, রাহুল। চৈত্রে মৌ রায় এবং পার্থ শীল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584