নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্পের মধ্যে একটি প্রকল্প জীবন জীবিকা উন্নয়নে বকনা বাছুর প্রতিপালন প্রকল্প।
সেই প্রকল্প বাস্তবায়িত করতে এদিন জলঙ্গী পঞ্চায়েত সমিতির প্রাণী কর্মধ্যক্ষ কামরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইউসুফ আলী সহ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় বেশ কিছু পরিবারে হাতে বকনা বাছুর তুলে দেওয়া হলো।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
সহসভাপতি ইউসুফ আলী জানান যে, করোনা মহামারীতে অনেক পরিবারে অবস্থা খুবই শোচনীয় অবস্থায় চলে এসেছে। সেই সব দিক থেকে কিছুটা হলেও সংসারের অভাব মেটাতে সাহায্য করবে এই বকনা গবাদি পশু।সঠিক ভাবে যত্ন নিলে যে পরিমাণ দুধ দেবে তাতে করে সংসার চালাতে কিছুটা সাহায্য হবে বলেও জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584