দীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
বিপদে পড়েছেন? বাস-অটো কিছুই নেই। কি করবেন? ফোন করুন টোটোর নম্বরে। মুহূর্তে হাজির হয়ে যাবেন টোটো চালক। লকডাউনের সময়ে এই ভাবেই দুর্গাপুরে এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন এক টোটো চালক ও তাঁর ছেলে। টোটো চালকের নাম বিরজু সাউ। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিমাংশু।
আরও পড়ুনঃ চেতনা সঙ্ঘের খাদ্য দ্রব্য বিতরণ
টোটোর সামনে হাতের লেখা একটি পোস্টার টাঙানো। তাতে লেখা, বিনা ভাড়ায় ১৫ কিলোমিটার দূরত্বের মধ্যে যেকোনো হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। পোস্টারে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরে যোগাযোগ করলেই টোটো পৌঁছে যাবে রোগীর বাড়িতে। কিন্তু হঠাৎ করে এরকম পরিকল্পনা কেন নিলেন? সেই প্রশ্নের উত্তরে বিরজুবাবু জানান, ‘এখন লকডাউন চলছে। বাস অটো টোটো সবই বন্ধ। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে অনেকেই সমস্যায় পড়ছেন। অ্যাম্বুলেন্স বা গাড়ি ভাড়া করার সামর্থ্য অনেকের নেই। সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।’ এলাকাবাসী বলছেন, বিরজুবাবু ও তাঁর ছেলের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584