২১ জুলাই প্রস্তুতিতে জনসংযোগের আহ্বান

0
65

সুদীপ পাল,বর্ধমানঃ

আগামী ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূল। বর্ধমানের টাউনহলে এই সভায় ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাপতি দেবু টুডু সহ অন্যান্য নেতারা। সভায় ঠিক হয় জেলায় সব মিলিয়ে ২৫০ টি পদযাত্রা করতে হবে। পদযাত্রার মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ তৈরি করতে হবে।

call for public relation | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফলাফলের বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টি বারেবারে উঠে এসেছে তা হল, জনসংযোগের অভাব। বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল নেতারা মানুষের পাশে না থাকে স্বৈরাচারী রাজার মতন শাসনকার্য পরিচালনা করেছেন। জনগণের সাথে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের। বিষয়টি আলোচনা হয় এবং কিভাবে জনসংযোগ আরো বাড়ানো যাবে সেটি নিয়েও কথা হয়।

একই সাথে রাজ্যে বর্তমানে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি।

বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে সেই বিষয়টি তুলে ধরে স্বপনবাবু বলেন, কারো কোন অভিযোগ থাকলে ‘গ্রিভান্স সেল’-এ অভিযোগ দায়ের করতে পারেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়ে এলাকার শান্তি বিঘ্নিত করার ঘটনা আর মানা হবে না।

আরও পড়ুনঃ জঙ্গল মহল উদ্যোগের বার্ষিক সাধারণ সভা

শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূলের মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৯ নম্বর ওয়ার্ড সেই মিছিল বের করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here