প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে নির্মল বাংলা গড়ার ডাক

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতাতেও ক্ষুদে খেলোয়াড়দের হাত ধরে ছড়িয়ে পড়ল বন্যপ্রান সংরক্ষন থেকে শুরু করে মাদকবিরোধী অভিযানের থিম।শুধু তাই নয়,তার সঙ্গে সঙ্গে প্রচার চলল মিশন নির্মল বাংলার।সবুজের প্রতি এখন থেকেই সচেতন করতে প্রতিটি ক্ষুদে প্রতিযোগীকেই এবার দেওয়া হল একটি করে বিভিন্ন ধরনের গাছের চারা।

কচিকাঁচাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

অভিনব এই উদ্যোগ সোমবার দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায়।তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার এদিনই ছিল শেষদিন।গত শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।এদিন ছিল পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। হাজির ছিলেন বিধায়ক দীনেন রায়,প্রদ্যোৎ ঘোষ,শ্রীকান্ত মাহাতো প্রমুখ।জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নারায়ন সাঁতরা জানিয়েছেন, বন্যপ্রানীর মধ্যে হাতি পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।বন্যপ্রান জঙ্গলমহলের মূল্যবান।

প্রতিযোগী। নিজস্ব চিত্র

হাতি নিয়ে জঙ্গলমহল এলাকায় নানারকম সমস্যা প্রায়শঃ দেখতে পাওয়া যায়। সেসবই এদিন উঠে এসেছে ক্ষুদে প্রতিযোগীদের হাতে হাতে থাকা প্লাকার্ডে।সেইসঙ্গে সুস্থ সমাজ উপহার দিতে মাদক মুক্তির অঙ্গীকার করতেও সকলকে আহ্বান জানানো হয়েছে।প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার ২৮ টি ইভেন্টে ৬৪৪ জন প্রতিনিধি অংশগ্রহন করে।সফল প্রতিযোগীদের এরপর রাজ্যস্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের ষষ্ঠ বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here