নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অত্যাধুনিক পরীক্ষা ও চিকিৎসা করার ব্যবস্থা গ্ৰহণ করলো আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। শনিবার আলিপুরদুয়ার ইণ্ডোর স্টেডিয়ামে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়ে এসে তাদের অত্যাধুনিক পরীক্ষা করানো।হচ্ছে যেইসব পরীক্ষা গুলো শুধু মাত্র বাইরে হয় সেইসব পরীক্ষা করা হচ্ছে । আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান, “আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে যারা ডাইবেটিসে আক্রান্ত তাদের চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগ ব্লক থেকে তাদেরকে আলিপুরদুয়ারে নিয়ে এসেছে এবং তাদের নানাবিধ পরীক্ষা করা হচ্ছে।ডায়বেটিস ফলে তাদের চোখ, হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে।তারা কি খাবে সেগুলো একটা রুটিন করে দেওয়া হচ্ছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আজ আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম,কালচিনি , আলিপুরদুয়ার ১ , আলিপুরদুয়ার ২ এই চারটি ব্লকের থেকে ডায়বেটিস রোগীদের আনা হয়েছে।আগামীকাল ফালাকাটা ও মাদারিহাট এই দুটি ব্লকের রোগীদের পরীক্ষা করা হবে।”
আরও পড়ুনঃ ফিরে এল বাষ্পচালিত রেল ইঞ্জিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584