সুদীপ পাল,বর্ধমানঃ
তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতা তথা তৃণমূলের আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু সিপিএম-বিজেপি ভোট প্রচারে এলেই মহিলাদের ঝাঁটা হাতে তাড়া করার নিদান দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন আদিবাসী মহল্লায় গিয়ে বৈঠকে দেবুবাবুর এই মন্তব্য ঘিরে বিতর্ক। তাঁর বক্তব্য, বামফ্রন্ট আদিবাসীদের কোন উন্নয়ন করেনি। শুধুমাত্র প্রলোভন দেখিয়ে ভোট নিয়েছে। অন্যদিকে বিজেপি আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই তৃণমূল ছাড়া অন্য বিরোধী দলগুলি ভোট চাইতে এলে মহিলাদের ঝাঁটা হাতে তাড়া করার নিদান দিচ্ছেন তিনি। ভোটের মুখে এই ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তৈরি হয়েছে।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী আভাস রায়চৌধুরী বলেন, মানুষের গণতন্ত্র হরণ করেছে তৃণমূল। এর থেকে তাই বেশি কিছু আশা করা যায় না। বিজেপির বর্ধমানের যুব মোর্চার সভাপতি শ্যামল রায় বলেন, ভোটের ফল প্রকাশের পর এই বোঝা যাবে মানুষ কাদের ঝাঁটা হাতে তাড়াবে।
দেবু টুডু পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতিও বটেন।তিনি যুক্তি দিচ্ছেন,বাম জমানার থেকে তৃণমূল সরকারের সময়ে আদিবাসীরা এখন অনেক সুখে আছে। আদিবাসীদের উন্নয়ন প্রকল্পে তাঁদের প্রাপ্য আদায় করে নিতে পারছেন।পঞ্চায়েত আদিবাসীদের অভাব অভিযোগ শুনে উন্নয়ন করছেন। শুধু তাই নয় আদিবাসীদের জন্য দু’টাকা কেজি চাল,ঘর অথবা জাহের স্থানের পাট্টা দেওয়া সবই মুখ্যমন্ত্রী করেছেন।
আরও পড়ুনঃ মনোনয়নপত্র জমা দিয়েই গ্রামে গ্রামে প্রচারে দেব
যদিও কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি কাশীনাথ গঙ্গোপাধ্যায় বলছেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে কিন্তু শিষ্টাচার মেনেই নেতাদের মন্তব্য করা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584