কুৎসা অপপ্রচার ছেড়ে উন্নয়নের নিরিখে ভোট প্রচারের বার্তা দেবের

0
98

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
২০১৯ এর নির্বাচন উন্নয়নের হোক,ভালোবাসার হোক,ভালোথাকার হোক।ধর্ম নিয়ে নয়।মানুষে মানুষে ভেদাভেদ করে নয়― রবিবার দাসপুরে সভা থেকে এই বার্তায় দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী।

নিজস্ব চিত্র

এখন নির্বাচন অনেকটাই ধর্ম ভিত্তিক হয়ে ওঠায় তিনি ব্যথিত। তাঁর কাছে
ভারতবাসী হওয়াটাই সবথেকে বড় ধর্ম।২০১৪ সালের লোকসভা ভোটে এই ঘাটাল কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করে তিনি আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হন।

নিজস্ব চিত্র

বিজেপিকে কটাক্ষ করে ৫ বছর আগের নির্বাচনী প্রচারের তুলনা টেনে তিনি মনে করিয়ে দেন,’তখন এই পরিস্থিতি ছিল না যে,আপনারা যদি এই দলকে ভোট দেন তবে রামমন্দির হবে, আপনি মুসলিম হলে এই দলকে ভোট দেন।হিন্দু হলে এই দলকে ভোটকে ভোট দিন।যাঁরা এভাবে ভোট চাইছেন তাঁরা গরিবদের কথা ভাবছেন না কৃষকদের কথা ভাবছেন না,ছাত্রছাত্রীদের কথা ভাবছেন না,আদিবাসী,সংখ্যালঘু ভাইবোনদের কথা ভাবছেন না।’

নিজস্ব চিত্র

ব্রিটিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হিন্দু , মুসলিম ভেদাভেদ করেই ব্রিটিশ দু’শ বছর ভারতবর্ষে রাজত্ব করেছে,আমরা কি আবার সেই অন্ধকার দিনে ফিরে যেতে চলেছি ?”

আরও পড়ুনঃ রবিবাসরীয় সকালে কেষ্টর দুর্গে বাম প্রার্থীর প্রচার মিছিল

মানুষের উন্নয়নে পাশে থেকেছে তৃণমূল তাই ভোটেও মানুষকে পাশে পাবে তৃণমূল রবিবার দাসপুরের সভা থেকে এই বার্তায় দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।এদিন তিনি দুটি স্থানে প্রচারসভা করেন।এর আগের সভা গুলিতে তিনি বলে এসেছেন কুৎসা,অপপ্রচার বাদ দিয়ে উন্নয়নের নিরিখে ভোট হওয়ার কথা।এদিনও তাঁর মুখে শোনা গেল সেই কথা।তাঁর বিরোধী প্রার্থী বিজেপির ভারতী ঘোষ প্রথম থেকেই দেবকে ভুল রাজনীতির শিকার,গত ৫ বছরে কোনো উন্নয়ন করেননি,ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুই করেননি,সংসদে যাননি বলে অভিযোগ করেছেন।এসবের উত্তর দিতে গিয়ে দেব তাঁর প্রতিদ্বন্দ্বীকে মনে করিয়ে দেন , কাউকে ছোট করে যেমন নিজে বড় হয় যায় না,তেমনি কারো দিকে কাদা ছুঁড়ে নিজে পরিষ্কার থাকা যায় না।যদিও রাজনৈতিক তরজা কোনো ভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়।গোটা রাজ্যে যে প্রচারের হওয়া চলছে তাতে একে অপরকে কর্নার করতে উদ্যোগী সব শিবির তবে ভোটের পাল্লা ভারী করতে যে যেমন পারছে দড়ি টানছে নিজের দিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here