মনোনয়নপত্র জমা দিয়েই গ্রামে গ্রামে প্রচারে দেব

0
280

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Campaign of dev at ghatal
নিজস্ব চিত্র

গতকাল ছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী মনোনয়নপত্র জমা দিয়ে গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুললেন।

Campaign of dev at ghatal
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের খন্ডখলা অঞ্চলের বাহারপোতা গ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা করলেন শনিবার।এই পথসভায় উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র,ঘাটালে বিধায়ক শঙ্কর দলুই,পাঁশকুড়া ব্লক সভাপতি কুরবান সাহা প্রমুখ।সভা শুরু হওয়ার কথা ছিলো বিকেল চারটে। কিন্তু সন্ধ্যে পাঁচটা পরেও দেব না আসায় একরাশ হতাশা হয়ে বাড়ি ফিরছিল দেবের ভক্তরা।

Campaign of dev at ghatal
নিজস্ব চিত্র

মাইক হাতে মঞ্চের নেতারা আশ্বাসে বাড়ির মুখ থেকে ফিরে মাঠ ভরালেন দেবের ভক্তরা।দেব আসার আগেই পথসভা প্রায় জনসভার রূপ নেয়।

Campaign of dev at ghatal
নিজস্ব চিত্র

সন্ধে ছটায় উপস্থিত হন অভিনেতা ঘাটাল লোকসভার প্রার্থী দীপক(দেব) অধিকারী। মঞ্চে উঠেই দেব প্রথমেই ক্ষমা স্বীকার করেন।এরপর হাত মিলিয়ে আশা পূরণ করেন প্রার্থী দেব।উপচে পড়া ভিড় দেখে দেব বলেন চারটা থেকে ছয়টা পর্যন্ত অপেক্ষা করার পর বেশি কিছু বলবো না।শুধু আশীর্বাদ করুন যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি।দিদি উন্নয়নের শামিল হতে চাই।

আরও পড়ুনঃ হারি জিতি ঘাটালবাসীর পাশে থাকবো,মনোনয়ন জমা দিয়ে দেবের অভিমত

Campaign of dev at ghatal
নিজস্ব চিত্র

এজন্য আমাদের দুহাত ভরে আশীর্বাদ দরকার।২০১৪র মতন আবার আমায় আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের কথা দিল্লিতে বলতে পারি।এরপর সভা শেষ করে রঘুনাথবাড়ির খশর বনের সভার উদ্দেশ্যে রওনা দেয় ঘাটাল লোকসভার প্রার্থী দীপক (দেব) অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here