নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
সোমবার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি সাপ্তাহিক হাটে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বামফ্রন্টের আর,এস,পি প্রার্থী মিলি উরাও।
এদিন সংশ্লিস্ট এলাকার বিভিন্ন স্থানে প্রচার সেরে শিশুবাড়ি হাটে প্রচার চালিয়ে শেষে একটি পথ সভা করেন।পথ সভায় তিনি কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কড়া সমালোচনা করার পাশাপাশি তৃনমূল কংগ্রেসের সৈরাচারীর বিরুদ্ধে ও সোচ্চার হন।
অপর দিকে চা শ্রমিকদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে কোদাল বেলচা চিহ্নে ভোট দেবার আহ্বান জানান।অপর দিকে ব্লকের রাঙ্গালিবাজনা চৌপথিতে একিই ভাবে প্রচার সারেন তিনি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কংগ্রেসের জোড়া নেতার মনোনয়ন পত্র পেশ
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন আর,এস,পির রাজ্য কমিটির সদস্য তপন মৈত্র জেলা কমিটির সদস্য জ্ঞানেন দাস,সিপিএমে এরিয়া সম্পাদক শংকর দাস সহ বাম ফ্রন্টের নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584