ইসলামপুরে তৃণমূলের প্রার্থী কানাই বিরোধী করিম

0
97

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে ইসলামপুর আসনে কট্টর কানাই বিরোধী আব্দুল করিম চৌধুরীর উপর ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে বৃহস্পতিবার ইসলামপুরে করিম চৌধুরীর সমর্থকদের উন্মাদনা ছিলো চোখে পরার মত। তার বাস ভবন গোলঘরে সমর্থকরা আসতে থাকে ফুল মালা নিয়ে।সবাই শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরীকে।

Campaign of tmc at islampur
নিজস্ব চিত্র

করিম বাবু প্ৰথম থেকেই বলে আসেন তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার একদিকে যেমন নিজেকে পাহাড়াদার বলেন,তেমন নিজেকে ইসলাপুরের মালি বলেন।তিনি যতটা ইসলামপুরকে ভালোবাসেন তেমন ইসলামপুরের মানুষেরা তাকে ভালো বাসেন।সেই কারনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচনে তার নাম ঘোষনা করতেই খুশির হাওয়া ইসলামপুরের কর্মী সমর্থকদের মধ্যে।গত বিধানসভা নির্বাচনে জোট প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের কাছে পরাজিত হন।কিছুদিন পরে উন্নয়নের স্বার্থে কানাইয়ালাল আগরওয়াল কংগ্রেস ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করে। এরপর রাজনৈতিক জল গড়ানো শুরু করে।কানাইয়ালালের উপর ক্ষুব্ধ হয়ে করিম বাবু তৃনমূল কংগ্রেস ছেরে বাংলা বিকাশবাদি কংগ্রেস বলে নতুন পার্টি তৈরি করেন।গত কাল তিনি জানান তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তিনি পুনরায় দলে ফিরে আসুক এবং তিনি ইসলামপুর বিধানসভা থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক।সেটাই বাস্তবে হল।তৃনমূল সুপ্রিমো মমতা করিম চৌধুরীর নাম ঘোষনা করেছেন।আগামী ১৯ শে মে রাজ্যের যেকটি বিধানসভার উপ-নির্বাচন হতে চলেছে তার মধ্যে রয়েছে ইসলামপুর বিধানসভা।কারন ইসলামপুর বিধানসভার তৃনমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল তৃনমূলের টিকিটে রায়গঞ্জ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ।

আরও পড়ুনঃ সিউড়ি সভামঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

সবাই শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরীকে।ইসলামপুর বিধানসভার তৃনমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল পদত্যাগ করায় এই উপ নির্বাচন হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here