উন্নয়নের খতিয়ান দেখিয়ে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী

0
46

শ্যামল রায়,কালনাঃ

Campaign of tmc candidate at katwa
নিজস্ব চিত্র

প্রতিশ্রুতি নয় উন্নয়নকে সামনে রেখেই কাটোয়া বিধানসভা এলাকায় জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন পূর্ব বর্ধমানে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল।
মঙ্গলবার রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু এবং কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় কে নিয়ে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরলেন তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল।

Campaign of tmc candidate at katwa
সাইকেল মিছিল। নিজস্ব চিত্র

এছাড়াও সোমবার সাইকেল মিছিল বের করা হয় তৃণমূল প্রার্থীর সমর্থনে।ইতিমধ্যে অকালপৌষ আনুখাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার শেষ করে ফেলেছেন প্রার্থী সুনীল কুমার মন্ডল।
সুনীল কুমার মন্ডল জানিয়েছেন যে উন্নয়নের খতিয়ান দিয়ে ভোটের প্রচারে তিনি নেমে পড়েছেন।এখানকার তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে নিয়ে উন্নয়নের কথা প্রচার করছেন গ্রামে গ্রামে।বিরোধীদের সম্পর্কে তিনি জানিয়েছেন যে এখানে বিরোধীদের কোন প্রচার এখনো পর্যন্ত চোখে পড়েনি।গতবারের তুলনায় ভোটের মার্জিন আরো অনেকটা বেড়ে যাবে। সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তা সহ বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়নমুখী কাজ করা হয়েছে কালনা ২ নম্বর ব্লক জুড়ে।তাই সংসদের উন্নয়নের ফিরিস্তি দিয়ে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে।
সাংসদ তহবিল থেকে এলাকার উন্নয়ন যেমন হয়েছে আগামী দিনেও ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে বলে ভোটারদের কাছে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য ক্ষমতায় আসার পর থেকেই মানুষের জন্য কাজ লাগাতার ভাবে চলছে বিভিন্ন গ্রামে গ্রামে পর্যাপ্ত রাস্তাঘাটসহ বিনোদন পার্ক কমিউনিটি হল বা পর্যাপ্ত পানীয় জল সমস্ত রকম উন্নয়নমুখী কাজ হয়েছে এলাকায় তাই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে ভোট চাইছেনা গত বছরের তুলনায় এবছর ভোটের মার্জিন বাড়ানো হবে বলে জানান হয় তৃণমূলের তরফ থেকে।এদিন পায়ে হেঁটে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘোরেন তৃণমূলের প্রার্থী সহ এলাকার স্থানীয় নেতারা।তবে এলাকার উন্নয়ন প্রসঙ্গে বিজেপি নেতারা দাবি করেছেন যে রাজ্যের উন্নয়নের ভয়ে মানুষ দিশেহারা।তাই সাধারণ মানুষের ভরসা বাড়ছে বিজেপির উপর,বলে তাঁরা দাবি করছেন। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ প্রচারের মাঝে মন্দিরেই মধ্যাহ্ন ভোজন দেবশ্রীর

উন্নয়নের প্রচার কে সামনে রেখেই তৃণমূলের প্রার্থী কয়েক গুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করবে এমনটাই আশা প্রকাশ করেছেন এদিন তৃণমূলের প্রার্থী সুনীল কুমার মন্ডল।যদিও সঠিক সময়েই সব কিছু স্পষ্ট হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here