বিশিষ্ট কানাডিয়ান কৌতুক অভিনেতা নর্ম ম্যাকডোনাল্ডের জীবনাবসান

0
64

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

প্রখ্যাত কানাডিয়ান কৌতুক অভিনেতা নর্ম ম্যাকডোনাল্ড-এর জীবনাবসান। দীর্ঘ ৯ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬১ বছর। স্থানীয় সময় অনুযায়ী ১৪ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Norm Macdonald
নর্ম ম্যাকডোনাল্ড। সৌজন্যেঃ বিবিসি

১৯৫৯ সালে ১৭ অক্টোবর কানাডার কুইবেক সিটিতে তাঁর জন্ম। পরবর্তীতে আমেরিকায় চলে আসেন তিনি। কর্মজীবনের সবটাই কাটিয়েছেন আমেরিকায়। আশির দশকের মাঝামাঝি সময়ে ওটাওয়া থেকে স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে তাঁর যাত্রা শুরু। এরপরে মূলত কমেডিয়ানের চরিত্রে অভিনয় করলেও ৯০ এর দশক জুড়ে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে বিলি ম্যাডিসন, ড. ডুলিটল ট্রিলজি, গ্রোন আপস, দ্য রিডিকিউলাস সিক্স, দ্য অ্যানিম্যাল-এর মত অনবদ্য বহু ছবিও রয়েছে।

১৯৯৩ সালে ম্যাকডোনাল্ড স্যাটারডে নাইট লাইভ নামের এক বিপুল জনপ্রিয় টেলিভিশন শো-এ যোগ দেন। এই শো তে ‘উইকএন্ড আপডেট’ বিভাগে সঞ্চালকের ভূমিকায় ছিলেন এই বিখ্যাত অভিনেতা। অভিনয় জগতে বহুমুখী সাফল্যের অধিকারী ছিলেন নর্ম ম্যাকডোনাল্ড। অভিনেতার প্রয়ানে তাঁর অসংখ্য সহকর্মী ও গুনমুগ্ধ ভক্তরা শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। নর্ম ম্যাকডোনাল্ডের মৃত্যু মার্কিন ফিল্ম ও টেলিভিশন জগতের অপূরণীয় ক্ষতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here