নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রায় ১০০ বছর আগে বারাণসীর মন্দির থেকে চুরি গিয়েছিল দেবী অন্নপূর্ণার বিগ্রহ। পরবর্তীকালে তা রাখা হয়েছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে।কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে রক্ষিত ছিল বারাণসীর মন্দির থেকে প্রায় ১০০ বছর আগে চুরি যাওয়া দেবী অন্নপূর্ণার বিগ্রহ।
এতদিন পর সেই বিগ্রহ ভারতকে ফেরত দিচ্ছে কানাডা সরকার। দুই দেশের সম্পর্কের কথা মাথায় রেখে এই পদক্ষেপ কানাডা সরকারের। কানাডা সরকার এই ঘটনাকে ঐতিহাসিক ভুল হিসাবে ব্যাখ্যা করেছে।এই দেবী মূর্তি এতদিন কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে রাখা ছিল।
আরও পড়ুনঃ খাবারের নামেই কোমা থেকে জ্ঞান ফিরল যুবকের
নর্ম্যান ম্যাকেঞ্জির সংগ্রহে ছিল সেই মূর্তি, তাঁর নামেই এই আর্ট গ্যালারি। শিল্পী দিব্যা মেহরা প্রথম গ্যালারি কর্তৃপক্ষকে জানান, অন্তত ১০০ বছর আগে এই মূর্তি ভারত থেকে চুরি যায়। বৃহস্পতিবার গ্যালারির শিল্প প্রদর্শনীর আগে একটি বিবৃতিতে একথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁরা জানান, ১৯ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে মূর্তি প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ড. থমাস চেজ, রেজিনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তথা উপাচার্য, ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার সঙ্গে এবং মূর্তি প্রত্যর্পণের বিষয়টি জানান।ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, এটা খুবই খুশির খবর যে দেবী অন্নপূর্ণার মূর্তি ঘরে ফিরছে, রেজিনা বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেন তিনি।
আরও পড়ুনঃ আনুষ্ঠানিকভাবে জাপানের রাজা ঘোষিত হলেন আকিশিনো
কারণ তাদেরই সহযোগিতায় ভারতের সাংস্কৃতিক প্রতীক দেশে ফিরছে। মূর্তি প্রত্যর্পণের পদক্ষেপের ফলে আরো বন্ধুত্বপূর্ণ হলো দুই দেশের সম্পর্ক।শিল্পী দিব্যা মেহেরা তাঁর গবেষণায় জানতে পারেন, ১৯১৩ সালে ভারতে আসেন নরম্যান ম্যাকেঞ্জি, এবং শিল্প সংগ্রাহক ম্যাকেঞ্জি আকর্ষিত হন এই অন্নপূর্ণা বিগ্রহের প্রতি।
কোনও এক অজ্ঞাত ব্যক্তি বারাণসীর ঘাটের কাছে একটি মন্দির থেকে এই মূর্তি চুরি করে এনে দেন ম্যাকেঞ্জিকে। ড. সিদ্ধার্থ ভি শাহ পিবডি এসেক্স মিউজিয়ামের ভারতীয় ও দক্ষিণ এশিয়ার শিল্পের কিউরেটর প্রথম শনাক্ত করেন এই মূর্তিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584