করোনা টিকা বাধ্যতামূলক করা যাবে না, বিক্ষোভ থামাতে মরিয়া কানাডা পুলিশ, গ্রেপ্তার ১৭০ জন

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা টিকা বাধ্যতামুলক করা যাবে না ও প্রত্যাহার করতে হবে যাবতীয় কোভিড বিধি এই দাবিতে গত জানুয়ারি মাস থেকে উত্তাল হয়েছে কানাডা। রাজধানী অটোয়ায় পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবারের সদস্যদের কোনও ‘গোপন’ আস্তানায় নিয়ে যাওয়া হয়। টানা ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলছে এই আন্দোলন থামাতে এবার মরিয়া কানাডার পুলিশ।

canada police
ছবিঃ এএফপি

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলিকে সরিয়ে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করে তাঁদের সরিয়ে দিচ্ছে পুলিশ দেখা গিয়েছে এমন দৃশ্য। রাস্তায় পুলিশে পুলিশে ছয়লাপ। জানা গিয়েছে ইতিমধ্যে ১৭০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনের রাস্তা আন্দোলনকারীদের দখল মুক্ত করেছে পুলিশ।

আরও পড়ুনঃ “এসব উত্তরপ্রদেশে হয়, পুলিশের পোশাক পেল কি করে?” আমতার ছাত্রনেতার মৃত্যুতে বললেন ববি হাকিম

এদিকে কয়েকদিন আগেই আন্দোলন থামাতে জরুরি ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আন্দোলনকে বেআইনি বলে ইতিমধ্যেই দাবি করেছেন কানাডার একাধিক মন্ত্রী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সরিয়ে দেওয়া হল আন্দোলনকারীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here