লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল বৃহন্নলারা

0
139

মোহনা বিশ্বাস, হুগলীঃ

গোটা বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস। করোনার কবলে পড়েছে ভারতবর্ষ। বাদ যায়নি আমাদের রাজ্যও। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১দিনের লকডাউন। ফলে খাদ্যসংকটে ভুগছে দেশবাসী।

lady | newsfront.co
নিজস্ব চিত্র

দুঃস্থদের মুখে অন্ন তুলে দিতে ইতিমধ্যেই অনেকে এগিয়ে এসেছেন। এবার দেশের এই দুর্দিনে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল বৃহন্নলারা। সমাজের সবথেকে অবহেলিত মানুষগুলোই সমাজকে বাঁচাতে এগিয়ে এল আজ। রবিবার চুঁচুড়া ও ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু তুলে দিল চুঁচুড়ার খাগরাজোল বৃহন্নলা সমাজ।

poor people | newsfront.co
নিজস্ব চিত্র

ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ঝুপরি গুলিতে গিয়েও দুঃস্থদের চাল ডাল দিয়েছে তারা। দেশে যতদিন লকডাউন চলবে ততদিন এরকমভাবেই গরিব মানুষের পাশে থাকবেন বলে জানান বৃহন্নলারা। বৃহন্নলা আবুল হোসেন ইকবাল ও সুইটি বলেন, “আমরা তো সারাবছর লোকের থেকে চেয়ে চিন্তে খাই। দেশের এই দুর্দিনে গরিব মানুষের যা পরিস্থিতি তাতে ওদের দুবেলা দুমুঠো খাবার জুটছে না।

woman | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রবিবারের মধ্যাহ্নে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন রাফিকা সুলতানা

আমাদের যতটা সামর্থ্য আমরা ওদের ততটাই সাহায্য করছি। আগামী দিনেও গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা। আমরা সবসময় গরিব মানুষের পাশে রয়েছি, আছি এবং থাকব।” এছড়াও খাগরাজোলের বৃহন্নলারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে বলেন, “বর্তমানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। করোনা সংক্রমণ রুখতে হলে মাস্ক ছাড়া রাস্তায় কেউ বেড়বেন না। আর বয়স্ক মানুষদের রাস্তায় না বেড়নোই ভালো।” ভারতবর্ষের এই কঠিন সময়ে বৃহন্নলাদের এহেন মানবিকতা সত্যিই প্রশংসনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here