মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে মাঝপথে ‘দিদিকে বল’ কর্মসূচী বাতিল করে বাড়ি ফিরতে হল শীতলখুচির তৃণমূল কংগ্রেস বিধায়ক হিতেন বর্মণকে।
আজ মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশি নিরাপত্তা থাকায় বাড়ি ফিরতে সক্ষম হন তিনি।
জানা গিয়েছে, এদিন হিতেন বাবু ‘দিদিকে বল’ কর্মসূচীর মাধ্যমে নতুন করে জনসংযোগ তৈরি করতে গোপালপুর এলাকায় যান। সেখানে এক কর্মীর বাড়িতে বৈঠক সেরে অন্য এক কর্মীর বাড়ির উদ্দ্যেশে রওনা হন। সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে তাঁর গাড়ি আটকে দেয়। সেখানে বিধায়ককে বিক্ষোভের মুখেও পড়তে হয়। অবশেষে পরের কর্মসূচী বাতিল করে তিনি মাথাভাঙা শহরের বাড়িতে ফিরে আসেন।
বিজেপির যুব মোর্চার নেতা কৃষ্ণ কমল বর্মন বলেন,“শান্ত এলাকাকে অশান্ত করার জন্য হিতেন বর্মন এসেছেন। তাই উনি যাতে এই এলাকায় না আসেন এবং এলাকা ছেড়ে চলে যান তাই তাদের এই বিক্ষোভ।”
আরও পড়ুনঃ তৃণমূলের দলীয় কার্যলয়, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
অন্যদিকে তৃণমূল বিধায়ক হিতেন বর্মন বলেন,“মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দিদিকে বল কর্মসূচী পালন অবশ্যই করা হবে। তবে গণতান্ত্রিক উপায়ে আমরা ‘দিদিকে বল’ কর্মসূচী পালন করবো। বিজেপির প্ররোচনায় আমরা পা দেবো না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584